ইসলামী ব্যাংক ডিপিএস রেট ২০২২ - ইসলামী ব্যাংক ডিপিএস পদ্ধতি

ইসলামী ব্যাংক ডিপিএস রেট ২০২২
ইসলামী ব্যাংক ডিপিএস রেট ২০২২

ইসলামী ব্যাংক ডিপিএস রেট হলো ৩ মাসে ৫.৫ শতাংস, যদি ৬ মাস হয় তাহলে ৫.৫ শতাংস, যদি এক বছর হয় তাহলে ৫.৬ শতাংশ এবং যদি ২ বছর হয় তাহলে ৫.৮ শতাংস, আর যদি ৩ বছর হয় তাহলে ৬ শতাংস হয়ে থাকে। ইসলামী ব্যাংকের ডিপিএসে ট্যাক্স যুক্ত করা হয়ে থাকে। ইসলামী ব্যাংকে সর্বনিম্ন ডিপোজিট করা যাবে ১০০০ থেকে ১০০০০০০ টাকা বা তারো বেসি। ইসলামী ব্যাংকের ডিপিএসের সময়কাল ৫ ও ৮ বছর পর্যন্ত হয়ে থাকে।

ইসলামী ব্যাংক ডিপিএস পদ্ধতি


ইসলামী ব্যাংক ডিপিএস পদ্ধতি হলো আপনি ব্যাংকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমানে টাকা জমা করবেন, সেই টাকা নির্দিষ্ট সময় পর লাভ সহ টাকা উত্তলন করা। আপনাকে প্রথমে একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলতে হবে তার পর টাকা জমা রাখে এক সময় লাভ সহ টাকা পাবেন।

ইসলামী ব্যাংক ডিপিএস খোলার জন্য কি কি কাগজপত্র লাগবে?


ইসলামী ব্যাংক ডিপিএস খোলার জন্য আপনার আইডিকার্ড ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। ব্যাংকে সকল কাজের জন্য ডুকুমেন্ট লাগে। তাই ডিপিএস করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবেই। ইসলামী ব্যাংক ডিপিএস খোলার জন্য যে সব কাগজপত্র লাগবে, সেগুলো হলো-
  • আপনার আইডি কার্ড
  • ডিপিএস এর ধরণ নির্ধারন করা।
  • আপনার উত্রর অধিকারের আইডি কার্ড।
  • ইসলামী ব্যাংক ডিপিএস খোলার জন্য আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্র চাইতে পারে।

ইসলামী ব্যাংক থেকে ডিপিএসের টাকা কি ভাবে উত্তলন করবো?


আপনার ডিপিএস এর মেয়াদ শেস হয়ে গেলে আপনার টাকা সহ লাভের টাকা এক সাথে আপনার অ্যাকাউন্ট থেকে উত্তলন করতে পারবেন। আপনার যখন নির্ধারিত পরিমানের টাকা ব্যাংকে ডিপিএস এ রাখা হয়ে যাবে, তখন আপনি টাকা গুলো নিতে পারবেন। লাভের অংশ টি এই টাকার সাথে পেয়ে যাবেন।

আপনার যদি নির্ধারিত সব টাকা পরিশোধ না করার আগেই, আপনার প্রয়োজনে টাকা উত্তলন করতে চান? তাহলে ব্যাংকে একটি আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আপনার যে পরিমানে টাকা জমা দেওয়া আছে, সেই অনুপাতে লাভের টাকা পাবেন।

উপসংহারঃ

ইসলামী ব্যাংক ডিপিএস রেট ২০২২ ও ইসলামী ব্যাংক ডিপিএস পদ্ধতি সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url